ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (২৬ জুন) সকালে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিতস্কো বলেছেন, আজ সকালে এসব বিস্ফোরণের পর উদ্ধারকাজ চলছে। তবে কিয়েভে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। হতাহতের ব্যাপারেও কোনো তথ্য জানা যায়নি।
কিয়েভের মেয়র বলেছেন, বিস্ফোরণস্থলে অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। সেখানকার দুটি আবাসিক ভবন থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গত রাতে দেওয়া বক্তব্যে বলেছেন, স্থানীয় সময় দিনভর ৪৫টি ক্ষেপণাস্ত্র তাঁর দেশে আঘাত হেনেছে।
তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো শুধু আমাদের অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যেই চালানো হচ্ছে না, আমাদের জনগণের আবেগের ওপর অত্যন্ত নিষ্ঠুর চাপ সৃষ্টির জন্য করা হচ্ছে।