1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মরগান

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৭৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুঞ্জন অবশেষে সত্যিতে পরিণত হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োইন মরগান। মঙ্গলবার (২৮ জুন) তিনি এই অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও মরগান ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সাত বছরের বেশি সময় ইংল্যান্ড দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন মরগান। ২০১৫ সালের বিশ্বকাপে বিপর্যয়ের পর ইংল্যান্ড ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় মরগানের হাতে। তার আক্রমণাত্মক খেলার ধরন বদলে দেয় ইংল্যান্ড দলকেও। ওয়ানডেতে তারা দুর্দান্ত দল হয়ে ওঠে। মরগানের নেতৃত্বেই ২০১৯ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। যদিও ম্যাচের ফলাফল নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল।

মরগানের নেতৃত্বে টি-টোয়েন্টি এবং ওয়ানডে র‍্যাংকিংয়ে ইংল্যান্ড শীর্ষে উঠেছিল। তার নেতৃত্বে প্রায় সব বড় দলকেই হারিয়েছে ইংল্যান্ড। ৬০ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন অধিনায়ক মরগান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, ‘মরগানের মতো বড় মাপের ক্রিকেটার এবং অধিনায়ক খেলাটাই বদলে দিয়েছিল। একটা প্রজন্মকেই সে বদলে দিয়েছে। পরের প্রজন্ম কীভাবে খেলবে- তার ওপরেও মরগানের প্রভাব থাকবে।’

জাতীয় নিউজ ২৪

Advertisements

ইংল্যান্ডের হয়ে খেলার আগে আয়ারল্যান্ডের হয়েও খেলেছিলেন মরগান। ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে মরগানের অভিষেক হয় ২০০৬ সালে। ২০০৯ সাল থেকে তিনি ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেন। ১৬ টেস্টে ২ সেঞ্চুরিতে তার সংগ্রহ ৭০০ রান। ওয়ানডে ক্রিকেটে ২৪৮টি ম্যাচ খেলে ১৪টি সেঞ্চুরিসহ মরগান করেছেন ৭৭০১ রান। ওয়ানডে ক্রিকেটে ২৪৮টি ম্যাচ খেলে ১৪টি সেঞ্চুরিসহ মরগান করেছেন ৭৭০১ রান। এছাড়া ১১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪৫৮ রান করেছেন মরগান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST