1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

যুক্তরাজ্যে নতুন করে পাঁচ লাখ করোনায় আক্রান্ত

  • প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৭৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

জাতীয় পরিসংখ্যান (ওএনএস) দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্য জুড়ে কভিড সংক্রমণ আবার বাড়ছে। দেশটির আনুমানিক ২৩ লাখ লোকের (প্রতি ৩০ জনে একজন) শরীরে করোনা ভাইরাস রয়েছে। এ সংক্রমণ আগের সপ্তাহের তুলনায় ৩২% বেশি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

করোনার ওমিক্রন ধরনের দুটি নতুন, দ্রুত-ছড়াতে সক্ষম উপ-ধরনের কারণে এই বৃদ্ধি দেখা যাচ্ছে। উপ-ধরন দুটি হচ্ছে বিএ.৪ এবং বিএ.৫।

কেউ আগে কভিড সংক্রমিত হয়ে থাকলেও আবার এ উপ-ধরনে সংক্রমিত হতে পারে। তবে করোনা টিকা গুরুতর অসুস্থতা থেকে রক্ষা করতে সহায়তা করছে বলে জানা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা ৭৫ বছরের বেশি বয়সী যারা গত ছয় মাসে কোনো টিকা বা বুস্টার ডোজ নেননি তাদের টিকা নিতে অনুরোধ করছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান (ওএনএস) দপ্তরের কর্মকর্তা সারাহ ক্রফ্টস বলেছেন, ‘যুক্তরাজ্য জুড়ে আমরা ৫ লাখের বেশি নতুন সংক্রমণ দেখছি। সম্ভবত বিএ.৪ এবং বিএ.৫ উপ-ধরনের বৃদ্ধির কারণে তা হচ্ছে।’

যুক্তরাজ্যের অন্যতম বড় অংশ ইংল্যান্ডের পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে,দেশের সব অঞ্চলে এবং সব বয়সের মধ্যে সংক্রমণ বাড়ছে।

সূত্র: বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST