আজ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শ্রী মুকুল বোস-এর প্রতি বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয় সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ও মুখপাত্র জোট কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা অরুন সরকার রানা জোটের অন্যতম নেতা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এড, সালাম পিপি নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুখোড় ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান শ্রী মুকুল বোস চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে মুকুল বোস এর বয়স ছিল ৬৮ এবং তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
১৯৭৫ সালে ১৫ আগস্টের পর পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ যে গুটিকয়েক মানুষ করেছিলেন তিনি তাদের অন্যতম একজন। গ্রেপ্তারের পর বস্তাবন্দী করে পেটানো হয় তাকে। ২৫শে মার্চের কালরাতে জগন্নাথ হলে পাকস্তানি হানাদারদের গুলিতে শহীদ মৃণাল বোসের ছোট ভাই, এদেশের প্রগতির আন্দোলনে রাজপথের সাহসী মুখ, আমৃত্যু মুজিবপ্রেমী, দুর্দিনের আওয়ামী লীগার মুকুল বোস আর নেই।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রতিটি মিছিল আপনাকে খুঁজবে।
যেখানেই থাকুন, ভালো থাকুন দাদা।