আজ রবিবার (১০) জুলাই পবিত্র ঈদুল আজহা এর সকালে ঢাকা ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের পক্ষ থেকে থানার সাধারণ সম্পাদক জামাল মাতুব্বর ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কর্মীদের সাথে নিয়ে কুরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য ঢাকা সিটি করপোরেশন কতৃক পলিথিন ব্যাগ ও ব্লিচিং পাউডার এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিতরণ করেন।
জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জামাল মাতুব্বর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ঢাকা ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের কর্মীদের সাথে নিয়ে এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে পলিথিন ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করেন এবং সেই সাথে পবিত্র ঈদুল উল আযহার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামাল মাতুব্বর বলেন, সবাইকে বুঝিয়ে বলছি এবং অনুরোধ করে যাচ্ছি যাতে করে সবাই কুরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখেন। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন এর পাশাপাশি পরবর্তীতে আমরা আমাদের কর্মীদের সাথে নিয়ে ব্লিচিং পাউডার দিয়ে পশু কুরবানির স্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাবো।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, জামাল ভাই সব সময় ব্যক্তিগত উদ্যোগেই এ ধরনের জনসেবামূলক সামাজিক কাজ করে থাকেন এবং আমাদের সবাইকে কাজ করার জন্য উৎসাহ দিয়ে থাকেন। যেহেতু বর্তমানে করোনাভাইরাস নিয়েও একটু উদ্বেগ আছে তাই আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমরা আমাদের কর্মীদের নিয়ে আমাদের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটিও করে যাবো।