সামনের সপ্তাহে ইরান সফরে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলজাজিরা জানিয়েছে, ইরানে সিরিয়া নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দেবেন পুতিন। ক্রেমলিনের তরফ থেকেও এটি জানানো হয়েছে।
সেই সম্মেলনে পুতিনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান উপস্থিত থাকবেন।
গতকাল মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ১৯ জুলাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফরের পরিকল্পনা করছেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। এ পরিস্থিতির মধ্যে দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন পুতিন। এর আগে তিনি গত জুনের শেষের দিকে তাজিকিস্তান সফর করেছেন।