1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

বাইডেন-চিনপিংয়ের ‘আন্তরিক ও গভীর’ ফোনালাপ

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৯১ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
জো বাইডেন ও শি চিনপিং
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে বৃহস্পতিবার দুই ঘণ্টা ১৭ মিনিটের দীর্ঘ এক ফোনালাপ হয়েছে। জো বাইডেন গত বছর ক্ষমতায় বসার পর এনিয়ে পঞ্চমবারের মত চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপ হলো।

জাতীয় নিউজ ২৪

Advertisements

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টা তেত্রিশ মিনিটে শুরু হয়ে ফোনালাপটি শেষ হয় ১০টা পঞ্চাশ মিনিটে।

চীনের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, দুই নেতার মধ্যে ‘আন্তরিক ও গভীর’ কথপোকথন হয়েছে। আন্তরিক আলোচনার কথা বললেও এসময় তাইওয়ানের প্রসঙ্গ টেনে চিনপিং আগুন নিয়ে না খেলার জন্য বাইডেনকে সতর্ক করেন বলেও উল্লেখ করে ওই সংবাদমাধ্যম।

চিনপিংয়ের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বলে, ‘যারা আগুন নিয়ে খেলবে, তাদেরকে আগুনে পুড়তে হবে।’ চিনপিং আরো বলেন, ‘আমি আশা করি মার্কিন পক্ষ সেটা পুরোপুরি বোঝে।’

জাতীয় নিউজ ২৪

Advertisements

যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরিকল্পনা নিয়ে বেইজিং-ওয়াশিংটন বিতণ্ডা যখন তুঙ্গে তখনই দুই দেশের রাষ্ট্রপ্রধান ফোনে দীর্ঘ সময় ধরে কথা বললেন। তাদের আলোচনায় তাইওয়ান যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা নেবে, সেটা আগেই জানিয়েছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। বাস্তবে সেটাই যে হয়েছে, তা নিশ্চিত করে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া। দুই নেতার বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট চিনপিংয়ের তাইওয়ান বিষয়ক সতর্কবার্তাই সবার আগে প্রকাশ করে তারা।

সূত্র : এএফপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST