1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত

  • প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৩৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একটি অ্যান্টিভাইরাল থেরাপি দেওয়ার তিন দিন পর পরীক্ষায় করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের চিকিৎসক কেবিন ও’কনোর স্থানীয় সময় শনিবার সকালে প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন করে করোনায় সংক্রমিত হওয়ার কথা ঘোষণা করেছেন।

তবে তিনি জানিয়েছেন, বাইডেন করোনায় আক্রান্ত হলেও তার মধ্যে বিশেষ কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তবে তাকে আইসোলেশনে থাকতে হবে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বাইডেন নিজেও টুইটারে তার নতুন করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি এক পোস্টে বলেছেন, ‘বন্ধুরা আজ আবার পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলাম। খুব সামান্য লোকজনেরই এটি হয়। আমার মধ্যে কোনো বিশেষ লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু আমি নিজেই আমার আশপাশের লোকজনের নিরাপত্তার জন্য আইসোলেশনে যাচ্ছি। আমি এখনো কাজ করছি এবং খুব শিগগিরই আবার ধারাবাহিক হব।’

সূত্র : বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST