1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

ফাইনালের সেরা মেসি; সেই সাথে ঘরে তুললেন ৪১তম শিরোপা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৮৫ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

ফ্রেঞ্চ সুপার কাপ তথা ‘ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সে’র ফাইনালে প্রত্যাশিত জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। রবিবার দিবাগত রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামের এফসি নতেঁকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সর্বশেষ মৌসুমে লিলের কাছে শ্রেষ্ঠত্ব হারলেও এক মৌসুম বাদেই ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করল পিএসজি। জোড়া গোল করেছেন নেইমার। অপর দুটি গোল করেছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস।

এফসি নতেঁর বিপক্ষে অবশ্য জিততে মোটেই বেগ পেতে হয়নি পিএসজির। পুরো ম্যাচ জুড়েই দাপুটে ফুটবল খেলেছেন মেসি-নেইমাররা। প্রতিপক্ষকে কোনো রকম সুযোগ না দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছেন ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা।

ম্যাচের ২২তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর নেইমার করেন জোড়া গোল, সঙ্গে রামোসের এক গোল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

তবে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে মেসির হাতে। ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ‘ফাইনালিসিমা’ ট্রফি জেতার পর আরো একটি ট্রফি যোগ হলো মেসির ক্যারিয়ারে। এটি মেসির ৪১তম দলীয় শিরোপা।

৪৩টি দলীয় শিরোপা জিতে সবার ওপরে রয়েছেন ব্রাজিলীয় তারকা দানি আলভেজ। আর দুটি ট্রফি জিতলেই মেসি ছুঁয়ে ফেলবেন ব্রাজিলীয় তারকাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST