মাদক মামলায় মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার আদালত।
তাকে দশ লাখ রুবল (১৩ হাজার ডলার) জরিমানাও করা হয়েছে।
গ্রিনার মাদকের অভিযোগে স্বীকার করেছেন। তবে ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ করার কথা অস্বীকার করেছেন তিনি। গ্রিনারের দাবি, লাগেজে কিভাবে বস্তুটি গেছে তা তিনি জানেন না।
গত ফেব্রুয়ারিতে মস্কোর কাছে একটি বিমানবন্দরে লাগেজে গাঁজার তেল পাওয়ায় আটক করা হয় ৩১ বছর বয়সী ব্রিটনি গ্রিনারকে। তিনি যুক্তরাষ্ট্রের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী বাস্কেটবল দলের তারকা।
গাঁজা রাশিয়ায় অবৈধ।
গ্রিনারের আইনি সুরক্ষা দল জানিয়েছে, তারা বৃহস্পতিবারের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া অন্যায়ভাবে গ্রিনারকে আটক রেখেছে। তিনি তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবিসির রাশিয়া বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটি সম্ভাব্য বন্দী বিনিময় নিয়ে আলোচনা করছে। বাস্কেটবল তারকা গ্রিনার এর মধ্যে যুক্ত থাকতে পারেন। এ কারণে তাকে আসলে কতদিন কারাগারে থাকতে হবে তা স্পষ্ট নয়।