জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, নাট্যজন শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে বনানী কবরস্থানে তাঁর কবরে দোয়া শেষে ১৫ আগস্টে নিহত সকল শহিদের কবরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, সহ সভাপতি চিত্রনায়ক সাকিল খান, সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন মুহাম্মদ মীযানুর রহমান, সাংবাদিক মানিক লাল ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ সরকার এর নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সংগঠনের কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।