1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

  • প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৮৩ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান/ ফোকাস বাংল
অনলাইন ডেস্ক

কৃষিমন্ত্রী মুহাম্মদ আব্দুর রাজ্জাক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান

ঢাকায় পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ আব্দুর রাজ্জাক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে নিয়ে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে তিনি ঢাকায় পৌঁছান।

ওয়াং ই আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। একই দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন স্তরে উন্নীত করবে বলে জানিয়েছে চীন। ওয়াং ইয়ের সফরকে সামনে রেখে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করি। এই সফর সম্পর্ককে একটি নতুন স্তরে উন্নীত করবে।”

মুখপাত্র জানান, তারা আশা করেন এই সফর দুই দেশের নেতাদের মধ্যে “অভিন্ন সমঝোতা” বাস্তবায়ন ও পারস্পরিক সুবিধাজনক সহযোগিতাকে “গভীর” করার সুযোগ দেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST