1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

দুর্দান্ত মেসি-নেইমার, গোলবন্যায় ভাসল প্রতিপক্ষ

  • প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৫১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

লিগ ওয়ানে দুর্দান্ত শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শনিবার রাতে প্রতিপক্ষ ক্লেরমন্ট ফুটকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন মেসি-নেইমাররা। পিএসজি জয় পেয়েছে ৫-০ গোলে। মেসি করেছেন জোড়া গোল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ম্যাচের নবম মিনিটে মেসির পাসে গোল করে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। ২৬তম মিনিটে নেইমারের পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন আশরাফ হাকিমি। ৩৮তম মিনিটে তৃতীয় গোলটিও এসেছে নেইমারের পাস থেকে। নেইমারের ফ্রিকিক থেকে ভেসে আসা বলে মাথা লাগিয়ে গোলটি করেন অধিনায়ক মার্কিনিউস।

পিএসজির শেষ দুইটি গোল এসেছে মেসির পা থেকে। ৮০ ও ৮৬তম মিনিটে গোলগুলো করেন সাতবারের এই ব্যালন ডিওরজয়ী তারকা। প্রথমটি নেইমারের পাসে, দ্বিতীয়টি স্বদেশি লিয়ান্দ্রো প্যারেদেসের পাসে বাইসাইকেল কিকে।

নেইমার একটি গোলের পাশাপাশি করেছেন এসিস্টের হ্যাটট্রিক। আর জোড়া গোলের পাশাপাশি একটি এসিস্ট মেসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST