বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর শুভ জন্মদিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বনানী কবরস্থানে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকারী সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, জোটের অন্যতম নেতা চিত্রনায়ক ফেরদৌস, সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা, প্রচার সম্পাদক লায়ন মীজানুর রহমান, রাজ সরকার সহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।