1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

রাশিয়া থেকে তেল আমদানির উপায় বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২০০ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
জ্বালানি তেল/ ফাইল ছবি
অনলাইন ডেস্ক

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির উপায় বের করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, “সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে জনদুর্ভোগ হচ্ছে। এটি বুঝতে পারছি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে সরকার অবশ্যই সমন্বয় করবে’।” সেপ্টেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম বলেন, “যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার তেল আমদানির ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি শিথিল হচ্ছে বলে মনে হচ্ছে। কারণ আমরা দেখছি জার্মানি এবং ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে। আশা করি আমরা আমদানি করলেও কোনো সমস্যা হবে না।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST