1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

গ্রেপ্তার এড়াতে আগাম জামিন পেলেন ইমরান

  • প্রকাশিত: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৬৯ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ইমরান খান
অনলাইন ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট সোমবার পিটিআই দলের প্রধান ইমরান খানকে সন্ত্রাসবাদ আইনের মামলায় ২৫ আগস্ট পর্যন্ত সুরক্ষামূলক জামিন দিয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শনিবার এক জনসভায় ইমরান নারী বিচারক এবং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এর পরদিন রবিবার রাতে ওই মামলা করা হয়েছিল।

গত সপ্তাহে ইমরানের সহযোগী শেহবাজ গিলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়।তা নিয়েই মেজাজ হারিয়েছিলেন ইমরান খান।

ইমরানের আইনজীবী বাবর আওয়ান এবং ফয়সাল চৌধুরী ইসলামাবাদ হাইকোর্টে গ্রেপ্তারপূর্ব জামিনের জন্য আবেদন করেছিলেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আদালতের কার্যক্রম শুরুর পর আইনজীবী আওয়ান বলেন, ইমরানের বানিগালার বাসভবন ঘেরাও করা হয়েছে এবং তিনি সংশ্লিষ্ট আদালতে যেতে পারছেন না। তিনি সুরক্ষামূলক জামিন মঞ্জুর করার জন্য আদালতকে অনুরোধ করেন।

এ পরিস্থিতিতে পাকিস্তানজুড়ে উত্তেজনা বিরাজ করছে।নেতার সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় পিটিআই এর কর্মী সমর্থকরা রাজপথে নেমে আসেন।

সূত্র: দ্য ডন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST