শোকাবহ আগষ্টে বাংলাদেশ আওয়ামী লীগ এর মাস ব্যাপি কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার আয়োজনে, যশোর ১ নং আইনজীবি সমিতি ভবন হল রুলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ কেরামত আলী মোল্লার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মীর আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ মেহেদী হাসান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব মুন্সি মহিউদ্দিন প্রচার প্রকাশনা সম্পাদক যশোর জেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, সাবেক সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ, সদস্য যশোর জেলা আওয়ামী লীগ। শরীফ নুর মোহাম্মদ আলি রেজা, সভাপতি যশোর জেলা আইনজীবি সমিতি । লুৎফুল কবীর বিজু উপ প্রচার প্রকাশনা সম্পাদক যশোর জেলা আওয়ামী লীগ। মোঃ নাসির উদ্দীন সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখা। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে নিহতের স্মরণে দোয়া ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।