শোকাবহ আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার গ্রন্থ ও পাঠাগার সম্পাদক মোঃ মইনুদ্দিনের আয়োজনে যশোর আশ্রম রোড মহিলা মাদ্রাসা মোড়ে, বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও একুশে আগস্ট এ জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক যশোর জেলা শাখার উপদেষ্টা মন্ডলী সদস্য জনাব মেহেদী হাসান মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মুন্সি মহিউদ্দিন। যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল হোসেন খান। উপ প্রচার প্রকাশনা সম্পাদক লুৎফুল কবির বিজু। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী মোল্লা। বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এস এম রবি সিদ্দিকী। সভাপতিত্ব করেন কামাল হোসেন তুহিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখা ও আহবায়ক ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আজাদের সঞ্চালনায়, আলোচনা সভা ও দোয়া শেষে খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান। জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য সাংস্কৃতিক কর্মীদের জোটের কেন্দ্রীয় সভাপতি এম,এ,আলমগীর, সাধারণ সম্পাদক অরুন সরকার রানার নেতৃত্বে সংগবদ্ধ ভাবে কাজ করতে হবে আহ্বান জানান জোটের নেতৃবৃন্দ।