1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: চাকরি গেল তিন বায়ুসেনা কর্মকর্তার

  • প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৬১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

পাকিস্তানের দিকে ভুলবশত ক্ষেপণাস্ত্র ছোড়ার মাশুল দিতে হল ভারতীয় বিমানবাহিনীর তিনজন কর্মকর্তাকে। তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্তৃপক্ষ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

চলতি বছরের গোড়ার দিকে ঘটনাটি ঘটেছিল। পাকিস্তানি ভূখণ্ডের দিকে ভুলক্রমে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ওই ঘটনার সময় উল্লিখিত তিনজন ‘বায়ুসেনা’ কর্মকর্তা দায়িত্বে ছিলেন।

পাকিস্তানের সীমা পেরিয়ে ১৩০ কিলোমিটার ভেতরে গিয়ে পড়েছিল ভারতীয় ক্ষেপণাস্ত্রটি।

মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ মার্চ তারিখে দুর্ঘটনাক্রমে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ঘটনার বিষয়ে যথাযথ তদন্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ওই ঘটনার জন্য বায়ুসেনার তিন কর্মকর্তাকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। কেন্দ্রীয় সরকার অবিলম্বে তাঁদের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ায় নির্দেশ দিয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছিল। ভারতের তরফে বলা হয়েছিল, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে ওই দুর্ঘটনা ঘটে। তখনই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্র।

পাকিস্তান ভারতের যুক্তি মানতে তখন অস্বীকৃতি জানায়। দেশটি প্রকৃত ঘটনা বের করতে যৌথ তদন্তের দাবি করেছিল। তবে পাকিস্তানের এই দাবি মেনে নেয়নি ভারত।

সূত্র: দ্য ওয়াল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST