1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

ওআইসি মহাসচিব অসুস্থ, ঢাকা সফর স্থগিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২০৩ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। তিন দিনের সফরে আজ শনিবার সকালে তাঁর ঢাকায় আসার কথা ছিল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি। এই কারণে তিনি আজ ঢাকা সফরে আসতে পারছেন না। পরে সুবিধাজনক সময়ে সফরটি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ওআইসি মহাসচিবকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা ছিল।

উল্লেখ্য, হুসেইন ইব্রাহিম তাহা চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। গত নভেম্বরে তিনি ওআইসি মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST