চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (৫ সেপ্টেম্বর) তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি জানান, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে ২ ঘণ্টা। এর মধ্য এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে।
তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ১৮ অক্টোবর।
এ বছর প্রায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন। যেখানে গত বছর এই সংখ্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪। পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২,২১,৩৮৬।
মন্ত্রী বলেন, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন বৃত্তিমূলক পরীক্ষায় বসবে।
সারাদেশে এসএসসি পরীক্ষার জন্য প্রায় ৩ হাজার ৭৯০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
দেশে বন্যা পরিস্থিতির কারণে ১৯ জুন থেকে শুরু হওয়া সমস্ত শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি এবং এর সমমানের পরীক্ষা ১৭ জুন স্থগিত করা হয়েছিল।
এর আগে, করোনভাইরাস মহামারীর কারণে পরীক্ষা প্রায় চার মাস পিছিয়েছিল। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়।
দীপু মনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে আর পরীক্ষা স্থগিত করা হবে না, বরং শুধুমাত্র দুর্যোগ-কবলিত এলাকায়।