1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াবে সরকার : আইনমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
অনলাইন ডেস্ক

আবেদন আসলে দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ সরকার ফের বাড়াবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শনিবার (১০ সেপ্টেম্বর) অধস্তন আদালতের বিচারকদের একটি কোর্সের ‘উদ্বোধন অনুষ্ঠানের’ পর  সাংবাদিকদের প্রশ্নে তিনি এ নিশ্চয়তা দেন।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হতে চলেছে। সরকার মেয়াদ বাড়াবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘সাজা স্থগিতের মেয়াদ উনারা (খালেদা জিয়ার পরিবারের সদস্যরা) বাড়াতে চান কিনা সেটা উনাদের ওপর নির্ভর করবে। যদি উনারা এটার (সাজা স্থগিতের) মেয়াদ বাড়াতে চান আমি এইটুকু বলতে পারি অবশ্যই সরকার মেয়াদ বাড়াবে।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। পরে হাইকোর্টে এ মামলায় খালেদা জিয়ার আপিল খারিজ করে সাজা ১০ বছর করা হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

করোনাভাইরাস মহামারীর মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। সাজা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন। সর্বশেষ গত মার্চে সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়। এর মেয়াদ শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ফৌজদারি কার্যবিধিতে সাজা স্থগিত দেখিয়ে এ পর্যন্ত পাঁচবার সাজা স্থগিত করেছে সরকার।

প্রতিবার একই শর্তে তাকে কারাগারের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST