1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

কাল ইউক্রেন নিয়ে আলোচনা করবেন পুতিন-চিনপিং: ক্রেমলিন

  • প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবারের সাক্ষাতে ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন। ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ক্রেমলিন আরো জানিয়েছে, শীর্ষ দুই নেতা উজবেকিস্তানে একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর বৈঠক করবেন। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এটাই প্রথম বিদেশ সফর শি চিনপিংয়ের।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে ভ্লাদিমির পুতিনের সম্পর্ক চরম তিক্ততায় পরিণত হওয়ার এই মুহূর্তে শি চিনপিং ঐতিহাসিকভাবে তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার আশায় রয়েছেন।

তিন দিনের সফরে স্থানীয় সময় আজ বুধবার কাজাখস্তানে পৌঁছাবেন শি। এরপর বৃহস্পতিবার তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন। ওই বৈঠকে তাইওয়ান নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়।

ক্রেমলিনের দাবি, রাশিয়া কেন ইউক্রেনে সেনা অভিযান চালাতে বাধ্য হয়েছে সে বিষয়টি ভালো করেই অনুধাবন করতে পারে চীন।

সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন চীন ও রাশিয়ার দুই নেতা। উজবেকিস্তানের সমরখন্দে হচ্ছে সংস্থাটির এবারের সম্মেলন।

সূত্র: বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST