1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনার কবলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি গুরুতর আহত হননি। আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সময় সম্পর্কে কিছু বলেননি নিকিফোরভ। তবে তিনি বলেছেন, ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।

ওই মুখপাত্র আরো বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির স্বাস্থ্য পরীক্ষা করেছেন একজন চিকিৎসক। প্রেসিডেন্ট গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল ওই গাড়ির চালককেও প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিকিফোরভের বিবৃতির কয়েক মিনিট পর ভলোদিমির জেলেনস্কির রাত্রিকালীন ভাষণ প্রচার করা হয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকেই জেলেনস্কি নিয়মিতভাবে রাত্রীকালীন ভাষণ দিয়ে আসছেন।

সূত্র: এনডিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST