রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় দেশের প্রধান গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিপারকে রাষ্ট্রায়ত্ত করতে যাচ্ছে জার্মানি। এ বিষয়ে চুক্তির আওতায় ৮৫০ কোটি ইউরোর বিনিময়ে প্রতিষ্ঠানটির ৯৮.৫ শতাংশ শেয়ার কিনে নেবে জার্মানির সরকার।
ইউরোপে রুশ গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক জার্মানি। সম্প্রতি রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দিলে সংকটে পড়ে ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশটি। জার্মানিতে রুশ গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ইউনিপার। প্রতিষ্ঠানটি নিজেদের মোট গ্যাসের ৪০ শতাংশ জার্মানিতে সরবরাহ করে থাকে। সম্প্রতি রুশ গ্যাসের বিকল্প হিসেবে বেশি দামে খোলা বাজার থেকে গ্যাস কিনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। আর তাতেই চাপ বাড়ে ইউনিপারের ওপর।
ইউনিপারের ফিনিশ স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ফরটাম বলছে, ইউনিপার ৮৫০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন। এ অবস্থায় এটি আর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে সংকটকালের গ্যাস সরবরাহকারীর ভূমিকা পালন করতে পারবে না।
চুক্তির শর্ত অনুযায়ী, ইউনিপারে থাকা ফরটামের শেয়ার ৫০ কোটি ইউরোতে কিনে নেবে জার্মানির সরকার। পাশাপাশি এই ব্যবসায় ৮০০ কোটি ইউরো বিনিয়োগ করবে। জুলাইয়ের জরুরি সহায়তা চুক্তির আওতায় ইতোমধ্যে ইউনিপারের ৩০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে জার্মানি সরকার। এছাড়া সম্ভাব্য সহায়তা প্যাকেজ নিয়ে চলতি মাসের শুরুতে আরেক প্রধান গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান ভিএনজির সঙ্গে আলোচনা শুরু করেছে।
জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন, ইউনিপারকে রাষ্ট্রায়ত্ত করা একটি ‘প্রয়োজনীয়’ পদক্ষেপ। এর ফলে জার্মানির জন্য গ্যাস সরবরাহের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরো বলেন, রুশ গ্যাসের সরবরাহ বন্ধ হওয়া সত্ত্বেও আসন্ন শীতকালকে সামনে রেখে গ্যাস সংরক্ষণাগারের ধারণক্ষমতার ৯০ শতাংশ পূর্ণ করতে পেরেছে জার্মানি। এর অর্থ হচ্ছে—সামগ্রিকভাবে আমরা পরিস্থিতি সামলাতে পেরেছি।’
ইউক্রেনে আক্রমণের আগে নিজেদের মোট প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ ইউরোপে সরবরাহ করত রাশিয়া। পরবর্তী সময়ে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে গ্যাস সরবরাহ কমিয়ে দেয় দেশটি। চলতি মাসের শুরুতে গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ১ দিয়ে গ্যাস সরবরাহ স্থগিত করে রাশিয়া। প্রথমে এর কারণ হিসেবে যন্ত্রপাতির সংস্কার কাজের কথা বললেও পরে দেশটি বলে দেয়, নিষেধাজ্ঞা তুলে না নিলে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে না।