একুশে পদকপ্রাপ্ত শিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন। চারুকলায় অবদানের জন্য তিনি শিল্পকলা পদকেও ভূষিত হয়েছিছেন।
গ্যালারি চিত্রকের কর্ণধার ও দেশের অগ্রগণ্য শিল্পী মো. মনিরুজ্জামান জানান, সমরজিৎ রায় রবিবার (৯ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
সমরজিৎ রায়ের জন্ম ১৯৩৭ সালে। তিনি গ্রাফিক ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করলেও প্রথম থেকেই সৃজনশীল সুকুমার শিল্পচর্চায় করেছেন এবং নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সঙ্গে জড়িত ছিলেন। চিত্রকলায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, সমরজিৎ রায় চৌধুরী দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। গত তিন-চার দিন আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। তখন তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে আনা হয়। দুপুরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।
চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী ছিলেন মূলত রোমান্টিক ধারার এক শিল্পী। তিনি ঢাকার তৎকালীন চারু ও কারুকলা কলেজ থেকে স্নাতক লাভ করেন ১৯৬০ সালে। সমরজিৎ রায় ১৯৬০ সালে তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউট (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যোগ দেন এবং সেখানে ৪৩ বছর চাকরিজীবন শেষে অধ্যাপক হিসেবে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। পরে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা এবং প্রদর্শন কলা বিভাগের ডিন হিসেবে ২০১০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারনিউমারেরি অধ্যাপক হিসেবে যোগ দেন।