রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি সেতুতে গত শনিবারের বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা চালানো হয়েছে।
ইউক্রেন জানিয়েছে, ৮৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার জন্য নিক্ষেপ করেছে রাশিয়া। তার মধ্যে ৪৩টি ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ভয় দেখানো যাবে না। এটি কেবল আরো ঐক্যবদ্ধ হতে পারে।
ইউক্রেনের শহরগুলোতে ব্যাপকহারে বোমা ফেলা এবং কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘নিষ্ঠুর’ আক্রমণগুলো চালানো হয়েছে বিশ্ববিদ্যালয় ও শিশুদের খেলার মাঠসহ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে। ইউক্রেনের জন্য চলমান সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
রুশ বাহিনীর মারাত্মক আক্রমণের শিকার লভিভ, দনিপ্রো, জাপোরিঝিয়া ও কিয়েভ। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর সর্বশেষ হামলায় ১৪ জনের প্রাণহানি ঘটেছে।
ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কিছু অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সেসব স্থানে পানিরও সঙ্কট দেখা দিয়েছে।