চোখের সমস্যা কিংবা দূরের জিনিস দেখার অসুবিধা থেকে মুক্তির জন্য চশমার বিকল্প হিসেবে অনেকেই কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে বেশ সাবধানতাও অবলম্বন করতে হয় বৈকি। সাধারণত এক চোখে সবাই একটি কন্টাক্ট লেন্সই ব্যবহার করে থাকেন।
তবে যুক্তরাষ্ট্রের এক নারী একই চোখে ২৩টি কন্টাক্ট লেন্স ব্যবহার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকদিন ধরে ওই নারীর চোখে কিছু আটকে থাকার মতো অনুভব হচ্ছিলো। সেই সঙ্গে চোখে অস্বস্তিও হচ্ছিলো।
শেষ পর্যন্ত ওই নারী চোখের সমস্যা থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকের শরণাপন্ন হন। পরবর্তীতে দেখা যায়, সেই নারীর চোখে একাধিক কন্টাক্ট লেন্স রয়েছে। এরপর চিকিৎসক একে একে ওই নারীর চোখ থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করেন। বের করার পর দেখা যায়, কন্টাক্ট লেন্সগুলো সবুজ রং ধারণ করেছে।
View this post on Instagram
মূলত ওই নারী রাতে ঘুমানোর আগে চোখ থেকে কন্টাক্ট লেন্স খুলতে ভুলে যেতেন। পরদিন ঘুম থেকে উঠে তিনি চোখে আবার নতুন আরেকটি কন্টাক্ট লেন্স দিয়েছেন। এভাবে টানা ২৩ দিন একই কাজ করায় তার চোখে ২৩টি কন্টাক্ট লেন্স জমা হয়েছে।
যে চিকিৎসক ওই নারীর চোখ থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করেছেন, তার নাম ক্যাটরিনা কুর্তিভা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওই নারীর চোখ থেকে একে একে কন্টাক্ট লেন্স বের করার ভিডিও আপলোড করেছেন।
ভিডিওটি নজরে আসার পর অনেকেই চমকে শিউরে উঠেছেন। কেউ কেই ওই নারীকে কন্টাক্ট লেন্সের পরিবর্তে চশমা পরারও পরামর্শ দিয়েছেন।