1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৪

  • প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৮৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এ সময় নতুন ভর্তি হয়েছেন ৭৩৪ জন। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৬৮ জন ঢাকায় ও ঢাকার বাইরে ২৬৬ জন। আর চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৪ জন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮৮৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছেন ১ হাজার ৯৯২ জন। বাকি ৮৯৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ হাজার ৩২৬ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৩৪৮ জন।

এর আগে গত ১৩ অক্টোবর এক দিনে রেকর্ড ৮ জন মারা গেছেন। এই বছর এক দিনে এত মৃত্যু দেখা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST