1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

ইউক্রেনের তিন অঞ্চলে রুশ বাহিনীর ‘তাণ্ডব’

  • প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৮৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
এক ইউক্রেনীয় মেয়রের ‌টেলিগ্রামে পাঠানো কথিত একটি রুশ কামিকাজি ড্রোনের ধ্বংসাবশেষ-ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ তিন অঞ্চলে সোমবার রাশিয়ার হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শত শত শহর ও গ্রাম বিদ্যুত্-বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দানিস শামিগাল।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রুশ হামলায় বেশ কয়েকজন হতাহতও হয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

প্রধানমন্ত্রী শামিগাল বলেন, ‘রুশ সন্ত্রাসীরা’ কিয়েভে পাঁচটি ড্রোন হামলা চালিয়েছে। এতে জ্বালানি পরিষেবা ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া দেনিপ্রোপেত্রোভস্ক ও সামি অঞ্চলের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

দেনিপ্রোপেত্রোভস্কে তিনটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হলেও অন্য একটি জ্বালানি স্থাপনায় আঘাত করে। সব সরকারি সংস্থা হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঠিক করতে এবং বিদ্যুত্ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে বলেও জানান তিনি।

কামিকাজি ড্রোন হামলার অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ‘কামিকাজি’ ড্রোন ব্যবহার করে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। মনে করা হয়, রাশিয়ার এসব ড্রোনের মধ্যে রয়েছে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন। এটি এক ধরনের উড়ন্ত বোমা।

শাহেদ-১৩৬ ড্রোনে বিস্ফোরক ভর্তি একটি যুদ্ধাস্ত্র থাকে। এটি রাডারে শনাক্ত করা কঠিন। ড্রোনটি লক্ষ্যবস্তুর ওপর আঘাত করলে বিস্ফোরকগুলো ফেটে যায়। এতে ড্রোনটি নিজেও ধ্বংস হয়। এ জন্য এগুলোকে কামিকাজি বা আত্মঘাতী ড্রোন বলা হচ্ছে।

ইসরায়েলকে হুঁশিয়ারি

ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক নেতা দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেনীয় সেনাবাহিনীকে শক্তিশালী করে এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র : এএফপি ও বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST