ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে রীতিমত উড়ছিলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাচ্ছিল তারা।
তবে লিভারপুলের সামনে পরতেই সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
চলতি মৌসুমে ম্যান সিটি এবং লিভারপুলের যাত্রা ছিল দুই রকম। ম্যান সিটি যেখানে উড়ছিল, লিভারপুল সেখানে ধুকছিল। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা শীর্ষ দশের বাইরেও চলে গিয়েছিল।
তবে আজকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঠিকই নিজেদের চেনা রুপ দেখিয়ে দিয়েছে অলরেডরা। ম্যাচে ১-০ গোলে সিটিকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ক্লপের শিষ্যরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন সালাহ। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। গোলকিপার অ্যালিসনের পাস থেকে বল পেয়ে এডারসনকে পরাস্ত করেছিলেন এই মিশরীয় স্ট্রাইকার।