1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৯১ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ডাউনিং স্ট্রিটের বাইরে বক্তব্য দেয়ার সময় লিজ ট্রাস-ছবি:এএফপি
অনলাইন ডেস্ক

প্রচণ্ড চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বাংলাদেশ সময় সাতটার কিছু আগে তিনি এ ঘোষণা দেন। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি দলীয় নির্বাচনের মাধ্যমে দলীয় প্রধান তথা প্রধানমন্ত্রী হন।

এর আগে লিজ ট্রাস বৃহস্পতিবার দুপুরে গুরুত্বপূর্ণ ১৯২২ কমিটির সঙ্গে বৈঠক করেন। তারপর ডাউনিং স্ট্রিটে এ ঘোষণা দেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি ক্ষমতাসীন দলের একের পর এক এমপি অনাস্থা প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১২ জনের বেশি এমপি এ তালিকায় নাম লেখান, যা ঘণ্টায় ঘণ্টায় বাড়ছিল ।

বৃধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পদত্যাগ এবং তেল-গ্যাস আহরণের বিতর্কিত পদ্ধতি ফ্র্যাকিং নিয়ে বিশৃঙ্খল ভোটের পরে ট্রাসের প্রধানমন্ত্রিত্ব নতুন করে চাপের মধ্যে পড়ে।

এর আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল, ভোট না দেওয়া কয়েক ডজন টোরি এমপি ‘যথাযথ শাস্তিমূলক ব্যবস্থার’ সম্মুখীন হবেন।

তবে এমন পরিস্থিতিতেও পরিবহনমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান জোর দিয়ে বলেন, মন্ত্রিসভা এখনো প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের ওপর আস্থা রেখেছে।

সূত্র : বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST