কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে ঋষি সুনাকই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে, সুনাক সতর্ক করে দিয়ে বলেছেন, দেশ গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের’ সম্মুখীন।
ঋষি সুনাক হবেন যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী। ৪২ বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়ায় দুই শতাব্দীরও বেশি সময়ের মধ্যে তিনিই হচ্ছেন যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ নেতা। টোরি এমপিদের দ্বারা নির্বাচিত হওয়ার পরপরই সুনাক আগাম সাধারণ নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দেন। দলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে অথবা মরতে হবে’।
প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক কভিড মহামারী চলাকালীন দেশের আর্থিক তদারকি করেছিলেন। তিনিই দলীয় এমপিদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাওয়া একমাত্র প্রতিযোগী ছিলেন। সুনাকের প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট সোমবার মনোনয়ন বন্ধের শেষ দিকে দৌড় থেকে সরে পড়েন।
বিরোধীদল লেবার বলছে সুনাক হচ্ছেন ভোটারদের কাছ থেকে ম্যান্ডেট ছাড়াই নির্বাচিত আরেক টোরি প্রধানমন্ত্রী। দলটি স্কটিশ ন্যাশনাল পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস এবং গ্রিন পার্টির সঙ্গে গলা মিলিয়ে সাধারণ নির্বাচনের জন্য আহ্বান জানিয়ে আসছে।
সূত্র: বিবিসি।