ফুটবল বিশ্বের তিন মহাতারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে একসঙ্গে জ্বলে উঠলে কী হতে পারে, সেটাই দেখল ম্যাকাবি হাইফা। প্রথমার্ধেই চার গোল হজম করলো ইসরায়েলের দলটি। দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত রেখে ইসরায়েলের দলটিকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল পিএসজি।
পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে ম্যাকাবি হাইফাকে ৭-২ গোলে হারায় ক্রিস্তফ গালতিয়েরের দল। দুই অর্ধে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে মাত্র দুই গোল শোধ করতে পারে দলটি। একটি আত্মঘাতী গোলও করে তারা।
পিএসজির জয়ে জোড়া গোলের আলো ছড়ান মেসি ও এমবাপে। একবার করে জালের দেখা পান নেইমার ও কার্লোস সোলের।
জিতলেই নিশ্চিত শেষ ষোলোর টিকেট-এই সমীকরণ নিয়ে খেলতে নেমে পিএসজির আক্রমণত্রয়ী শুরু থেকে কাঁপন ধরিয়ে দেয় খাইফার রক্ষণে। শেষ পর্যন্ত আধিপত্য করে দাপুটে জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় ওঠে তারা।