ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও মেসি, নেইমার এবং এমবাপের গোলে জয়ের বন্দরে পৌঁছে যায় প্যারিসিয়ানরা।
ঘরের মাঠে যদিও শুরুর দিকে নিজেদের চেনা ছন্দে ছিলেন না পিএসজির আক্রমণভাগের ফুটবলাররা। ম্যাচের সময় গড়ানোর সাথে সাথে বিবর্ণতা একটু একুট করে কাটিয়ে উঠলেন মেসি-নেইমার-এমবাপে।
তাতে শুরুর দিকে উজ্জীবিত ফুটবল খেলে পিএসজিকে চমকে দেওয়া ট্রয়েস কোণঠাসা হতে শুরু করে। রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে শেষ পর্যন্ত দারুণ জয় মাঠ ছাড়ল ক্রিস্তফ গ্যালতিয়েরের দল।
লিগ ওয়ানে শনিবার নিজেদের মাঠে ৪-৩ গোলে জিতেছে পিএসজি। তাদের চার গোলদাতা কার্লোস সোলের, লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপে।
লিগে এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে পিএসজি। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের মুখোমুখি হওয়ার আগে বাড়তি আত্মবিশ্বাসও বাড়িয়ে নিলো প্যারিসের দলটি।