1. admin@jationews24.com : admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

বেশির ভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না : ইউনেসকো

  • প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৯৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ইউনেসকো বলেছে, সারা বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ বিচার পায় না।

ইউনেসকো সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে৷
ইউনেসকোর মহাপরিচালক অড্রে আজুলে এক বিবৃতিতে বলেন, অমীমাংসিত মামলার এমন বিস্ময়কর সংখ্যা থাকলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ইউনেসকোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ ও ২০২১ সালে কর্মরত অবস্থায় ১১৭ সাংবাদিককে  হত্যা করা হয়েছে। ৯১ জনকে হত্যা করা হয়েছে, যখন তারা কর্মরত ছিলেন না। বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনেই হত্যা করা হয়। তবে গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেসকো।

ইউনেসকো আরো জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের এই সংস্থাটি বিচারক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে।

সূত্র : এনডি টিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST