বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী নির্বাচনের আগে কারাগারে পাঠানোর এখনও চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন, ‘বাড়াবাড়ি করলে’।
সংবিধান দিবস উপলক্ষে আজ শনিবার ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
এর আগে গত ২৭ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন, আমার মনে হয় না খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্ত যুক্তভাবে যে মুক্তি দেওয়া হয়েছে, তার পরিবর্তন আনার কোনো চিন্তা-ভাবনা সরকার করছে।’ তবে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় বলেছেন, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হবে।
এ দুটি বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিতদের বলেন, (খালেদা জিয়াকে জেলে পাঠানোর) এখনও চিন্তা-ভবনা নেই। সেটা কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন বাড়াবাড়ি করলে…।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নির্বাহী আদেশে যেকোনো সময় ব্যবহার করা যায় বা বাড়ানো যায়।
একুশে আগস্ট গেনেড হামলা মামলায় উচ্চ আদালতে তারেক রহমানের সাজা বাড়ানোর জন্য আপিল করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা অপেক্ষা করুন, দেখুন কী হয়।’