1. admin@jationews24.com : admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩১৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
হাসপাতালের বাইরে তাঁবুতে চিকিৎসাধীন লোকজন-ছবি:এএফপি
অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় সোমবার দুপুরে ভূমিকম্প আঘাত হানায় অন্তত ১৬২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে আঘাত হেনেছিল। ভূগর্ভের তুলনামূলকভাবে অগভীর, মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) নিচে এটি আঘাত হানে এটি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কিছু ভবন প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ।

কর্মকর্তারা সম্ভাব্য পরঘাত সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।

যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে তা ঘনবসতিপূর্ণ। সেখানে ভূমিধসের প্রবণতা রয়েছে। বাড়িঘরও দুর্বলভাবে নির্মিত।

উদ্ধারকারীরা ধসে পড়া ভবন থেকে লোকজনকে সরিয়ে  নেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, একজন নারী ও তার শিশুসন্তানকে ধংসস্তুপের নিচ থেকে উদ্ধার করে বাঁচানো সম্ভব হয়েছে।

এর আগে স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন, অন্তত ৫৬ জন মারা গেছে। এ ছাড়া ৭০০ জনের বেশি আহত হয়েছে।

গভর্নর বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। কারণ ঘটনাস্থলে এখনও  ‘অনেক লোক’ আটকে আছে।

সূত্র: এএফপি, বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST