সাদিও মানের অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে সেনেগাল। নেদারল্যন্ডসের ডি-বক্সে বার বার বল নিয়ে গিয়েও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি তারা। এক সময় মনে হচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকেই যাচ্ছে ম্যাচটি। তবে ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করে সেনেগালকে হারিয়ে দিলো লুইস ফন গালের শিষ্যরা।
প্রথমার্ধ গোল শূন্যর পর দ্বিতীয়ার্ধেও মনে হচ্ছিলো গোল হবে না। তবে ম্যাচের ৮৪ মিনিটে হেড থেকে গোল করেন গাকপো। আর খেলার অতিরিক্ত সময় ৯৯ মিনিটে শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ক্লাসেনের গোলে বিশ্বকাপের শুভসূচনা পেল ডাচরা।
২-০ গোলের জয়ে দারুণ সূচনা করলো নেদারল্যান্ডস।