যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিকে একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছে। গুলি হামলার পর বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
চেসাপিক পুলিশের মুখপাত্র লিও কোসিনস্কি জানান, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে সুপারমার্কেট বন্ধ হওয়ার এক ঘন্টা আগে পুলিশ বন্দুক হামলার খবর পায়। ঘটনাস্থলে এসে পুলিশ হতাহতদের উদ্ধার করে।
এ ঘটনায় আহত ৫ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের শারিরীক অবস্থা সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। বন্দুক হামলার পর রাতভর তদন্তকারীরা হতাহত ও লুকিয়ে থাকতে পারে এমন লোকদের সন্ধান করেছেন।
তদন্তকারীদের ধারণা, দোকানের ব্যবস্থাপকই বন্দুক নিয়ে হামলা চালান। দৃশ্যত তিনি একটি বিশ্রামকেন্দ্রে থাকা অন্য কর্মচারীদের ওপর গুলি চালান এবং এক সময় আত্মহত্যা করেন।
চেসাপিকের মেয়র রিক ওয়েস্ট ঘটনাস্থলে ছুটে আসা জরুরি সেবাদানকারীদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ায় কৃতজ্ঞতা জানান। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ক্রমবর্ধমান দাবি ও গুলি হামলার অব্যাহত প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার সংখ্যা তেমন কমছে না।
গত সপ্তাহেই কলোরাডো অঙ্গরাজ্যের একটি পানশালায় বন্দুক হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করে এক ২২ বছর বয়সী যুবক। ওই ঘটনায় ১৯ জন আহতও হয়। তার কয়েকদিন আগেই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এক ছাত্র অন্য শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়।
পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে চলতি বছর ৬০০টিরও বেশি গণগুলির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে প্রায় ৪০ হাজার মার্কিন নাগরিক বন্দুক সহিংসতায় নিহত হয়েছে। এরমধ্যে এক হাজার ৫০০ ছিল শিশু। ২৯০ জনের বয়স ছিল ১১ বছরের কম।
সূত্র: বিবিসি, এএফপি