1. admin@jationews24.com : admin :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে নিরাপদখাদ্য`পথ নাটক অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৯২ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,  দিলীপ কুমার দাস

ময়মনসিংহে অনুষ্টিত হলো পথ নাটক “নিরাপদ খাদ্য”। বুধবার নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ময়মনসিংহ এর আয়োজনে ও অনসাম্বল থিয়েটার এর পরিবেশনায় মঞ্চায়ন হলো এই পথ নাটক “নিরাপদ খাদ্য”।

নাটক শুরুর পূর্বে জেলা খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) জনাব তাসলিমা মোস্তারী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সারওয়ার জাহান, পরিষদ সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কনজিওমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)এর জেলা সভাপতি এড. আবুল কাশেম, সসম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সদস্য সচিব এড. আব্দুল মোত্তালেব লাল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জায়কা কর্মকর্তাবৃন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর যুগ্ন আহবায়ক নাট্যজন সাইফুল ইসলাম দুদু, সদর সেনিটারী ইন্সপেক্টর মাহবুব হোসেন শরিফ, নাট্যজন আবুল কাশেম সরকার, শম্পা চৌধুরী, দুলাল উদ্দিন প্রমুখ।

নাটকটি রচনা করেছেন দিগার মোঃ কৌশিক , নির্দেশনায় ছিলো মোঃ আবুল মনসু। অভিনয় করেছেন- সাইফুল এহসান জহির,ওমর ফারুক,আল মাসুদ, শেখ আলী হোসেন রনি,লালচান মিয়া,রবিন হোসেন,শাকিল আহম্মেদ, সোমা আক্তার, উজ্জ্বল চৌধুরী, মারিয়া হোসেন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST