অনন্তকালের পথে চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোরঞ্জন ঘোষালের স্ত্রী সন্ধ্যা ঘোষাল।
শুক্রবার রাত্র ১ টায় বঙ্গবন্ধু মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ শনিবার দুপুর ১২ টায় লালবাগ শ্মশানে দাহ করা হয়। তার মৃত্যুতে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয় মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলের সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সাবেক মন্ত্রী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এম,পি মৎস্য পানি সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম এমপি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি এম,এ আলমগীর, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা সহ জোটের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা গভীর শোক সমবেদনা ও আত্মার চির শান্তি কামনা করছে।