1. admin@jationews24.com : admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, দিলীপ কুমার দাস

শেরপুরের নালিতাবাড়ীর বারমারী বাজারের মাইশা ট্রেডার্সে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারমারী বাজারের হার্ডওয়ার ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী জামিল আহমেদ বাবুল প্রতিদিনের মতো ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। মঙ্গলবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সাহায্য কামনা করেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পরে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় দোকানে রাখা হার্ডওয়ার, ইলেকট্রনিক্স সামগ্রী ও টিনশেড ঘরের অধিকাংশ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান।

এ বিষয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, আমরা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নির্বাপন করি। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST