1. admin@jationews24.com : admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কোর্টে ৫ জনকে কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, দিলীপ কুমার দাস

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার ( ২১ আগষ্ট ) সকাল মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা, গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ ‘খ’ সার্কেলের চন্দন গোপাল সুর ও সঙ্গীয় টীম।

জাতীয় নিউজ ২৪

Advertisements

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ডৌহাখলা ইউনিয়নের মৃত নুরুজ্জামানের ছেলে মোঃ লিটন মিয়া (৩৫) কে তিন মাসের কারাদণ্ড ও পাচশত টাকা অর্থদণ্ড, বোকাইনগর ইউনিয়নের মৃত আমানত খার ছেলে মোঃ আব্দুল রাজ্জাক (৫৮) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, একই ইউনিয়নের তেলিহাটি গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ আবুল হাসান (৪২) কে দশ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, একই গ্রামের মোঃ হাফেজ উদ্দিনের ছেলে মোঃ নয়ন মিয়া (৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড এবং একই গ্রামের মোঃ আব্দস সাত্তারের ছেলে মোঃ আনোয়ার কাদির (৪৩) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST