1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

তৃতীয় বারের মতো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

  • প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আজ শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

সভাপতির পর সাধারণ সম্পাদকই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। স্বাধীন বাংলাদেশে কোনো নেতাই এর আগে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি।

শনিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সঞ্চালনায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২২তম কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি শেখ হাসিনা। তারও আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উদ্বোধনের পর নানা আনুষ্ঠানিকতা ও সাধারণ সম্পাদক ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST