বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ ৩ রা জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি,আওয়ামী লীগ নেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক মুখপাত্র জোটের অন্যতম প্রতিষ্ঠাতা মানবাধিকার কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, প্রবীণ ত্যাগী আওয়ামী লীগ নেতা, ৪৫ বছরের রাজপথের সৈনিক অরুণ সরকার রানা, জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন মীজানুর রহমান, তথ্য গবেষণা সম্পাদক আশরাফুজ্জামান মিতু মাদবর, রাজ সরকার সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করেন।