বিপিএলের ৭ম ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শাস্তি পাচ্ছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান, উইকেটরক্ষক এনামুল হক বিজয়, রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। সোহান ও সাকিব একই কারণে শাস্তি পেলেও বিজয়ের কারণটা ভিন্ন৷
বরিশালের ইনিংস শুরুর সময় সোহানের বোলার বদলে ফেলা এবং এর প্রতিক্রিয়ায় সাকিবের মাঠে ঢুকে পড়া ভালোভাবে নেননি ম্যাচ অফিসিয়ালরা। এনামুল হক বিজয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফিরতে আপত্তি জানান। তবে এই আপত্তি জানানোই কাল হল।
শাস্তি হিসেবে তাদের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে, সাথে নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। সাকিব ও সোহানের বিরুদ্ধে আম্পায়ারের নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে, যা বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ নম্বর ধারা ভঙ্গ করে। বিজয় ভেঙেছেন ২.৮ নম্বর ধারা, যা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের ক্ষেত্রে প্রযোজ্য।
এই ম্যাচে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন আখতার আহমেদ। খেলোয়াড়রা তাদের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।