জাতীয় নিউজ ২৪ অনলাইন ডেস্ক
রাশিয়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের শতাধিক জনবসতিতে গোলাবর্ষণ করেছে বলে কিয়েভ বুধবার জানিয়েছে। চলতি বছরের যেকোনো দিনের তুলনায় এ সংখ্যাটি সর্বোচ্চ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। এর পর থেকে শহর ও গ্রামে লাখ লাখ শেল নিক্ষেপ করেছে মস্কো।
এতে দেশটির পূর্বাঞ্চলজুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, গত ২৪ ঘণ্টায় শত্রুরা ১০টি অঞ্চলে ১১৮টি বসতিতে গোলাবর্ষণ করেছে। এ বছরের শুরু থেকে সবচেয়ে বেশি শহর ও গ্রামে হামলা হয়েছে।
এ ছাড়া কেন্দ্রীয় শিল্প শহর ক্রেমেনচুকের একটি তেল শোধনাগারেও রাশিয়ার হামলা হয়েছে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে প্রায় ১০০ দমকলকর্মীকে কয়েক ঘণ্টা কাজ করতে হয়েছে বলে ক্লাইমেনকো জানান। কিয়েভ ও পশ্চিমারা আশঙ্কা করছে, গত বছরের মতো এবারও শীতের আগে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বাড়িয়ে দেবে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ ও দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাতে গোলাবর্ষণে দুজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
পরে দিনের বেলায় ইউক্রেন আরো জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর নিকোপোলে রুশ ড্রোন হামলায় একজন ৫৯ বছর বয়সী নারী নিহত এবং চারজন আহত হয়েছে। জাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রামে রকেট হামলায় ৫২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
কিয়েভ ও মস্কো—উভয়ই শত্রু ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে।
যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া নাটকীয়ভাবে তার দেশীয় অস্ত্র উৎপাদন বাড়িয়েছে এবং গোলাবারুদ সরবরাহের জন্য তার কয়েকটি বিদেশি অংশীদারকে জড়িত করেছে। গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার একজন আইন প্রণেতা বুধবার বলেছেন, উত্তর কোরিয়া রাশিয়াকে এক মিলিয়নেরও বেশি আর্টিলারি রাউন্ড সরবরাহ করেছে।
অন্যদিকে পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে কিয়েভকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে।