জাতীয় নিউজ ২৪ অনলাইন ডেস্ক
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের পাহারা বাড়ানো হয়েছে, বসানো হয়েছে কাঁটাতারের ব্যারিকেড। এতোদিন অফিসের সামনে পুলিশের এক স্তরের নিরাপত্তা ছিল, গতকাল শনিবার থেকে এই নিরাপত্তার সঙ্গে যুক্ত হলো কাঁটাতারের ব্যারিকেড।
নয়া পল্টনের কার্যালয়ের কলাসিবল গেটও তালা দিয়ে বন্ধ রয়েছে। গত ২৮ অক্টোবর রাত থেকে এই কার্যালয়ে নেতা-কর্মীদের আসা-যাওয়া বন্ধ রয়েছে।
কার্যালয়ের সামনের ফুটপাত দিয়েও এখন পুলিশ কাউকে চলাচল করতে দিচ্ছে না। পথচারীদের ঘুরে যেতে বলা হচ্ছে।
নয়া পল্টনের সড়কে প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা, রিকশা স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে রিকশার সংখ্যাই বেশি।
এই সড়কের দোকানপাটগুলো বন্ধ রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, নয়া পল্টনের সড়কে স্বাভাবিক যান চলাচল করছে। কোথাও কোনো ঘটনা ঘটেনি। মানুষজনের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তার বিধানে পুলিশ সদা প্রস্তুত রয়েছে।