1. admin@jationews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

কবে বিয়ে করবেন সারা-শুভমন? সচিন-কন্যার পরিকল্পনা ফাঁস করলেন অন্য এক খেলোয়াড়

  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২২৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
(বাঁ দিকে) সারা আলি খান (ডান দিকে) শুভমন গিল। ছবি: সংগৃহীত।

জাতীয় নিউজ ২৪ বিনোদন ডেস্ক

এক জন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা শুভমন গিল। অন্য জন, সচিন তেন্ডুলকর-কন্যা সারা তেন্ডুলকর। ক্রিকেটের মাঠ থেকে বিনোদন জগৎ— সর্বত্রই গুঞ্জনের ছড়াছড়ি। সচিন-কন্যা সারা এবং শুভমন নাকি প্রেম করছেন। শুভমনের খেলা দেখতে যান সারা, সমাজমাধ্যমে একে অপরের ছবিতে মন্তব্য করেন। শুভমনের খেলা চলাকালীন সারার মুখের অভিব্যক্তি বদলাতে থাকে। শুভমন যখন বিশ্বকাপে তাঁর প্রথম সেঞ্চুরির দোড়গোড়ায় পৌঁছেও ফিরে গেলেন, তখন সারার চোখেমুখে কালো ছায়া। মুখের উপর দু’হাত চেপে ধরেন তিনি। পর ক্ষণেই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ভাল খেলার জন্য শুভমনকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি সচিন-কন্যা। এত দিন কখনও খেলার মাঠে কিংবা বলিউডের পার্টির আড়ালেই চলছিল প্রেম পর্ব। এ বার নাকি বিয়ে করতে চলেছেন সারা-শুভমন! পরিকল্পনা ফাঁস করলেন আর এক খেলোয়াড়।

আরও গাঢ় হতে চলেছে সারা-শুভমনের সম্পর্ক, এক ধাপ উত্তরণ ঘটতে চলেছে তাঁদের। যদিও সারা-শুভমন সত্যিই প্রেম করছেন কি না, সেই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। যতই আড়াল করুন শুভমন-সারা, এ বার তাঁদের গোপন কথা ফাঁস করে দিলেন সংযুক্ত আমিরশাহির খেলোয়াড়। এক সাক্ষাৎকারে চিরাগ সুরিকে জিজ্ঞেস করা হয়, এর পর কোন ভারতীয় ক্রিকেট তারকা বিয়ে করবেন। তখনই সুরি বলেন, ‘‘আমার মনে হয় শুভমনের বিয়ে হবে। ওঁর তো সারা নামে এক প্রেমিকাও রয়েছে। ভারতীয় কিংবদন্তি তারকা সচিনের মেয়ে।’’ দুবাইয়ের এই খেলোয়াড়ের এই মন্তব্যের পরই নাকি তাঁকে ইনস্টাগ্রাম থেকে থেকে ‘আনফলো’ করে দিয়েছেন শুভমন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST